শনিবার, 25 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর মাদকাসক্ত স্বামী পলাতক | Daily Fulki


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় স্ত্রীকে গলা টিপে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন পাষান্ড স্বামী। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।

হত্যাকান্ডের শিকার হওয়া গৃহবধূর বাবা ওমর আলী জানান, গত সাত মাস আগে তার মেয়ে মেহেরুন আক্তার বর্ষার সাথে (২৩) আশুলিয়ার গকুলনগর এলাকার জনি মিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। পরে বিয়ের পর থেকে জনি মিয়া মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার গভীর রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী জনি মিয়া। পরে মৃত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান আরও আগেই তিনি মারা গেছেন।

খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনার পর থেকে স্বামী জনি মিয়া পলাতক রয়েছে। আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান জানান ঘাতক জনিকে অচিরেই আটক করে আইনের আওতায় আনা হবে।
 

সর্বাধিক পঠিত