স্টাফ রিপোর্টার : ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত এই বিক্ষোভে দলমত নির্বিশেষে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি ইলিয়াস হোসাইন ও মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, উগ্র হিন্দুত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। সর্বশেষ টঙ্গী মরকুনের বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্যোচ্চারণের কারণে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার একপর্যায়ে ইসকন সন্ত্রাসীরা তাকে গাজীপুর থেকে গুম করে। অবশেষে ওই ইমামকে সীমান্তবর্তী পঞ্চগড়ে শিকলে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা এই গুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
ইতিপূর্বে ইসকন এডভোকেট আলিফকে হত্যা করেছে। এদেশের মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো অপরাধীর জুলুমের শিকার হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি আসে না। বাংলাদেশ ও ইন্ডিয়ার মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষার প্রশ্নে অন্তর্বর্তী সরকার বারবার নীরব থেকেছে। আমরা অবলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, ভূঁইয়াবাড়ি মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ, রওজাতুল কোরআন মাদরাসার মুহতামিম মুফতি রেদওয়ানুল হক রমজান, মুফতি কেফায়াতুল্লাহ আনসারী, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, খালিদ সাইফুল্লাহ রাজ প্রমুখ।
