মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন দক্ষিণ ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। এ সময় আদালত সরকারি খাস জমিতে নির্মিত একটি সেমিপাকা ভবন ভেঙে দেন।
উচ্ছেদ অভিযানে থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সহায়তা করে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ধল্লা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭০২ নম্বর দাগে আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ করা হয়। স্থানীয় প্রশাসন দখলদারকে মৌখিকভাবে নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করেন। পরে লিখিতভাবে ৭ দিনের সময়সীমা দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো হয়নি। ফলে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে অভিযুক্ত মোশারফের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, “আমরা সিএস, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী এই জমির প্রকৃত মালিক। কিন্তু বিএস রেকর্ডে জমিটি ভুলবশত খাস দেখানো হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আমরা ইতোমধ্যে আদালতে মামলা করেছি।
” অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “সরকারি খাস জমি দখল করে কেউ স্থাপনা গড়ে তুললে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।”