বৃহস্পতিবার, 23 অক্টোবর 2025
MENU
daily-fulki

শপথ নিলেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা

 

চবি সংবাদদাতা : দীর্ঘ ৩৫ বছর পর সপ্তমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও চবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার।

শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ২৬ জন প্রার্থী শপথ নেন। এ ছাড়া ১৪টি হল এবং এক হোস্টেল সংসদ নির্বাচনে সর্বমোট ২৩১ জন প্রতিনিধি শপথ গ্রহণ করার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না।


চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ২৪ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহীম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতে ছাত্রশিবিরের প্রার্থীরা জয় পেয়ে শপথ নেন।


তারা হলেন খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান।
এ ছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে শপথ নেন। সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়ে শপথ নেন তামান্না মাহবুব প্রীতি।

এ ছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে শপথ নেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ।

তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য আকাশ দাস।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে আমাদের কমিশনের কাজ শেষ হয়েছে। আমি প্রতিনিধিদের ক্ষমতা সম্পর্কে কিছু বলতে চাই–নির্বাচিত প্রতিনিধিরা কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। কারণ, সব ক্ষমতা প্রশাসনের কাছে। তবে এই প্রতিনিধিরা প্রশাসনকে পথ দেখাতে পারবে।

তাদের সমস্যাগুলো প্রশাসনকে বলতে পারবে। এর মাধ্যমে প্রশাসনের জবাবদিহি গড়ে উঠবে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট প্রার্থী ছিলেন ৯০৮ জন। নির্বাচিত হয়েছেন ২৩১ জন–এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ জন, হল সংসদে ১৯৫ জন এবং হোস্টেল সংসদে ১০ জন। শামসুন্নাহার হলের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদটি শূন্য রয়েছে।

 

সর্বাধিক পঠিত