স্টাফ রিপোর্টার : সাভারের প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির নেতা নিহত হয়েছেন। তার নাম আবু সাঈদ (৫২)। তিনি বনগাঁ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।
জানা যায়, বনগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের সাথে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত চলছিল আওয়ামী লীগের সমর্থক জাকির হোসেনের সাথে। সম্প্রতি জাকির দলবল নিয়ে জহিরউদ্দিন বাবুলের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার (২২ অক্টোবর) বাড়িতে আসে। এ সময় এলাকায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যায় সাভার থানার ওসি জুয়েল মিঞার নেতৃত্বে একদল পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা রক্ষায় শান্ত থাকতে পরামর্শ দিয়ে চলে আসেন। এ অবস্থায় রাত ৯টারদিকে স্থানীয় কোন্ডা বাজার থেকে ফেরার পথে বাবুলসহ ১০/১২ জনের ওপর জাকিরের ক্লাবের সামনে হামলায় চালিয়ে বেশ কয়েকজনকে মারাত্মক আহত করে। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু সাঈদকে মৃত্যু ঘোষণা করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বাবুলসহ আও ৩ জনকে।
সাভার থানার ওসি জুয়েল মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।