রবিবার, 7 ডিসেম্বর 2025
MENU
daily-fulki

সিংগাইরে ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু -গঠিত তদন্ত কমিটির কার্যদিবস শেষ হলেও অভিযোগকারী জানেন না কিছুই!

 

সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ভুল চিকিৎসায় আড়াই লাখ টাকা মূল্যের গর্ভবতী গাভী মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। 

  গত ১৪ অক্টোবর গঠিত তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন -প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মোছা: তানিয়া আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুর রহমান ও ভেটারিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুশান্ত সরকার। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। নির্দিষ্ট সময়ের ৩ দিন পেরিয়ে গেলেও অভিযোগকারী মো. নাজিম তার কিছু  জানেন না কিছুই। বরং তাকে এ আই টেকনিশিয়ান ( কৃত্রিম প্রজনন কর্মী) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নাজিম অভিযোগ করে এমন তথ্য জানিয়েছেন । বিনিময়ে তাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হচ্ছে বলে গত বুধবার( ২২ অক্টোবর) সকালে তথ্যটি নিশ্চিত করেন ভুক্তভোগী মোঃ নাজিম। গর্ভবতী গাভী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা শুনলেও কোনো নোটিশ পাননি বলেও জানান তিনি। 

  অন্যদিকে,তদন্ত কর্মকর্তা ডা.মোছা: তানিয়া আক্তার জানিয়েছেন,ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে বাদী-বিবাদীকে নোটিশ করা হলেও তারা হাজির হননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হবে। 

 এদিকে, এ আই টেকনিশিয়ান অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন,তদন্তের বিষয় নিয়ে আমাকে নোটিশ করা হয়নি,ফোনে বলা হয়েছে। অভিযোগকারীর ভাই ও স্থানীয় গন্যমান্য ব্যক্তির মাধ্যমে ঘটনাটি মিমাংসা হয়েছে। ক্ষতিপূরণ বাবদ নাজিমের ভাইয়ের হাতে ৩০ হাজার টাকা দেয়া হয়েছে।

 এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বলেন,বাদী- বিবাদীকে উভয়  ফোনে বলাসহ নোটিশ করা হলেও কেউ হাজির হননি। অভিযোগকারী নোটিশ না পাওয়া প্রসঙ্গে  তিনি বলেন,  নোটিশ না পেয়ে থাকলে প্রয়োজনে আবার দিতে বলবো। 

সর্বাধিক পঠিত