মানিকগঞ্জ প্রতিনিধি : বিতর্কিত ও সমালোচিত কর্মকান্ডে জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার (২১ অক্টোবর) মানিকগঞ্জ জেলা বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ অক্টোবর মানিকগঞ্জ জেলা বিএনপির জেলা বিএনপি’র আহ্বায়কের নির্দেশক্রমে আহ্বায়ক কমিটির সদস্য আ.ফ.ম নুরতাজ আলম বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।
শোকজ নোটিশে বলা হয়, আনিছুর রহমান “সাম্প্রতিক সময়ে আপনার কর্মকান্ড ব্যাপকভাবে বিতর্কিত ও সমালোচিত। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। এ অবস্থায় কেন, আপনার (আনিছুর রহমান) বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যাসহ জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে লিখিত আকারে জেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক মহোদয়ের নির্দেশক্রমে পেশ করার জন্য অনুরোধ করা হল।”
শোকজ নোটিশে আরও বলা হয়েছে, আনিছুর রহমান আনিছের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়। সেই সাথে সংগ্রামী আহবায়ক মহোদয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লেখিত ব্যক্তির সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করাও হয়।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় অনৈতিকভাবে প্রভাব বিস্তার, হামলা, চাঁদাবাজি, জায়গা দখল, রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, দোকান ভাঙচুর ও নেশাদ্রব্য ব্যবসার সাথ সঙ্গে জড়িত উল্লেখ করে নানাবিধ অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া সম্প্রতি আনিছুর রহমানসহ তার অনুসারীদের বিভিন্ন অপকর্মের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অভিযুক্ত আনিসুর রহমান বলেন, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। দলের শোকজ প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে তিনি এর জবাব দিবেন।
এদিকে, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বিএনপি’র নেতার আনিসুর সম্পর্কে বিভিন্ন জনের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছেন বলেও জানিয়েছেন।