মঙ্গলবার, 21 অক্টোবর 2025
MENU
daily-fulki

বিবিএসের সংস্কারে ৭ দফা সুপারিশ টাস্কফোর্সের

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকারমূলক সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ টাস্কফোর্স। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির কাজ ও অর্থ ব্যয়ের স্বাধীনতা, পেশাদার নেতৃত্ব এবং তথ্য প্রকাশে রাজনৈতিক প্রভাবমুক্ত নীতি।

সোমবার প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে টাস্কফোর্স বলেছে, ‘বিবিএসের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে অপেশাদার লোকবলের ওপর নির্ভরশীলতা ও অনিশ্চিত অর্থায়নের কারণে। প্রতিবেদনে বলা হয়, “বিবিএস একই সঙ্গে অপর্যাপ্ত অর্থায়ন ও তার অস্বচ্ছ ব্যবহারে ভুগছে।” টাস্কফোর্সের মতে, প্রশাসন ক্যাডারের পরিবর্তে পেশাদার ব্যক্তিকে বিবিএসের নেতৃত্বে আনা উচিত এবং তাদের বেতন কাঠামো উন্নীত করা প্রয়োজন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘বিবিএসের বর্তমান সাংগঠনিক কাঠামোয় কর্মকর্তাদের পেশাগত উন্নতির সুযোগ সীমিত, যা তাদের মধ্যে হতাশা তৈরি করে। এজন্য পেশাদারদের মেধা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।’

অতিরিক্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, প্রচার ও তথ্যপ্রযুক্তি ইউনিট স্থাপনেরও সুপারিশ করেছে টাস্কফোর্স। পাশাপাশি বিদেশি সহযোগী সংস্থার সহায়তায় বিশেষ জরিপের অর্থায়ন নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে তথ্য প্রকাশ ও মেটাডেটা ও গবেষণা পদ্ধতির নিয়মিত পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। টাস্কফোর্স মনে করে, বিবিএসকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে সরিয়ে একটি ‘সুপরিকল্পিত শীর্ষ নিয়ন্ত্রণকারী কাঠামো’ গঠন করা প্রয়োজন।

প্রতিবেদনটি গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে দাখিল করা হয়। টাস্কফোর্সের সভাপতি ছিলেন পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। সদস্য হিসেবে ছিলেন বিবিএসের সাবেক মহাপরিচালক হোসেন আবদুল ওয়াজেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, র‍্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাৎ হোসেন, ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, ড. অতনু রব্বানী ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস।

 

সর্বাধিক পঠিত