মঙ্গলবার, 21 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোর আটক


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন নারী চোরকে আটক করেছে হাসপাতালের কর্মচারীরা।


সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সার্ভিস লাইন ও বহি:র্বিভাগে দাঁড়িয়ে থাকা রোগী ও স্বজনদের স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিল। সুযোগ পেলে তারা রোগীদের ভিড়ের মধ্যে হাত সাফাই করতো।


সোমবার (২০ অক্টোবর) দুপুরে মেডিকেল কর্মচারীরা তাদের সন্দেহজনক চলাফেরার কারণে নজরদারি শুরু করেন। পরে সন্দেজনক ও ভিডিও প্রমাণের মাধ্যমে হাতেনাতে ধরে ফেলেন।


বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে তিন নারী চোরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে।


এদিকে, ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা আটক চোরদের দেখতে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। মেডিকেল কর্মচারীদের সতর্কতা ও তৎপরতার ফলেই আজ তিন নারী চোরকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়েছে।
 

সর্বাধিক পঠিত