মঙ্গলবার, 21 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে ৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত কালু মিয়া ওরফে রাশেদুল (২১) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙ্গারোড এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।


ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুশুরীখোলা এলাকায় কতিপয় মাদক কারবারি চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ (পঁঞ্চাশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

 

সর্বাধিক পঠিত