মঙ্গলবার, 21 অক্টোবর 2025
MENU
daily-fulki

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন আশুলিয়ায়


আশুলিয়া প্রতিনিধি : সাভারে বিশ্ববিদ্যালযয়ের ছাত্রী, গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী৷ 


সোমবার (২০ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জিরানী বাজারস্থ বিকেএসপি পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মিলন আহম্মেদ জয় ও আবু হোসাইন সবুজ।


মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 
‘আমার বোনের নিরাপত্তা চাই, ধর্ষণের বিচার চাই, কালবিলম্ব নয়, নিরাপদ সমাজ গড়ি, নারী-পুরুষ সমান করি, ধর্ষকের ফাঁসি চাই।’ শ্লোগান সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে দাড়ায় শিক্ষার্থীরা। 


মানববন্ধনে এসময় জিরানী এলাকার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
 

সর্বাধিক পঠিত