মঙ্গলবার, 21 অক্টোবর 2025
MENU
daily-fulki

বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলে ককটেল বিস্ফোরণ

বগুড়া সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলছিল। এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বয়ং অনুষ্ঠানে প্রধান অতিথি। মিনিট দশেক পার হতে না হতেই পাশের একটি ভবন থেকে ককটেল নিপেক্ষ করে দুর্বৃত্তরা। প্রথমটি মাটিতে পড়ে কিন্তু বিস্ফোরণ ঘটেনি। তারপর আবারো আরেকটি সাউন্ড গ্রেনেড সভাস্থলের বাইরে পড়ে এবং বিকট আওয়াজ হয়। অনুষ্ঠানের হলরুমের বাইরে বেশ কিছু নেতাকর্মী অবস্থান করছিল। সাউন্ড গ্রেনেডের শব্দে সবাই নড়েচড়ে বসেন। দুর্বৃত্তদের ধরতে এনসিপি’র স্থানীয় নেতারা দ্রুত ভবনটিতে চলে যায়। সঙ্গে পুলিশও। কিন্তু ততক্ষণে পিছনের কোনো গলিপথ দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই ঘটনায় কোনো হতাহত হয়নি।
ঘটনা বগুড়া শহরের জেলা পরিষদ চত্বরে। বিকাল ৪টার কিছু পরেই এ ঘটনা ঘটে। 

এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য সুলতান মাহমুদ বলেন, আমাদের পূর্বনির্ধারিত জেলা সমন্বয় মিটিং ছিল। সেখানে সারজিস আলম, সাকিব মাহদীসহ বেশ কিছু ঊর্ধ্বতন নেতা উপস্থিত ছিল। আমরা আলতাফুন্নেসা খেলার মাঠে সংবাদ সম্মেলন শেষ করে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে আসার পরেই একটি চারতলা ভবন থেকে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তার মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়। আমাদের সবাই নিরাপদ আছে। কারা বিস্ফোরণ ঘটালো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য কাজ শুরু করেছে। এনসিপি’র কেন্দ্রীয় শ্রমিক উইং-এর সংগঠক ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, একদল দুর্বৃত্তরা আমাদের প্রোগ্রামকে ভণ্ডুল করার জন্য সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে। আওয়ামী ফ্যাসিস্টসহ অন্যান্য কিছু সংগঠনকে আমরা সন্দেহ করছি।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হুসেইন মোহাম্মদ রায়হান। তিনি বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে কাজ করছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে এমন কোনো খবর আমরা পাইনি। এর আগে বিকাল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন সারজিস আলম। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে

 

 

সর্বাধিক পঠিত