সোমবার, 20 অক্টোবর 2025
MENU
daily-fulki

বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ বাড়াল সরকার, প্রত্যাখ্যান শিক্ষকদের, আজ থেকে আমরণ অনশন

 

স্টাফ রিপোর্টার : রাজধানীতে আমরণ অনশনে বসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়াতে সম্মত হয়েছে সরকার। তবে সরকারের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে অনশনে থাকা শিক্ষকরা আজ সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন।

গতকাল রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে বাড়ি ভাড়া বৃদ্ধির তথ্য জানানো হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় তা প্রজ্ঞাপন আকারে জারি করে।

চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে এ ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করে চিঠিতে বলা হয়েছে, এ বাড়ি ভাড়া ভাতা পরবর্তী সময়ে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। এ ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। এ ভাতা-সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে।

জানতে চাইলে অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়ম বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি বিবেচনা করে একটি সম্মতিপত্র পাঠিয়েছি আমরা।

এদিকে ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির আদেশকে আন্দোলনের ‘প্রাথমিক বিজয়’ হিসেবে দেখছেন আন্দোলনে থাকা শিক্ষকরা। এ আন্দোলনে নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী গতকাল বলেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি জানান, অনশনে থাকা শিক্ষকরা সোমবার থেকে আমরণ অনশনে যাবেন। এ ছাড়া আজ সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা সমাবেশ করবেন।

বাড়ি ভাড়া ভাতা কত বাড়ল

শিক্ষকরা বর্তমানে এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পান। গত ৩০ সেপ্টেম্বর সরকার এক আদেশে বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করে। এখন নতুন করে ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া কেউই বেশি ভাতা পাবেন না।

অধ্যক্ষদের (গ্রেড ৪) বেতন ৫০ হাজার টাকা এবং ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া দুই হাজার ৫০০ টাকা পাবেন। উপাধ্যক্ষ (গ্রেড ৫) বেতন ৪৩ হাজার টাকা, পাবেন দুই হাজার ১৫০ টাকা। এভাবে সহকারী অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষক কারোরই বাড়ি ভাড়া দুই হাজার টাকার বেশি নয়। ফলে তারা নির্ধারিত দুই হাজার টাকাই পাবেন।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা হিসাবে ভাতা নির্ধারণের এ সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে গড়ে ৮ দশমিক ৭ শতাংশের বেশি।

তথ্য অনুযায়ী, বাড়ি ভাড়া ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক দুই হাজার টাকা নির্ধারণ করলে ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৮ শতাংশ ৭ শতাংশের বেশি, ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ১২ শতাংশ এবং ৭৫ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৯ শতাংশের বেশি।

থালা-বাটি নিয়ে বিক্ষোভ, পুলিশের বাধা

গতকাল সকালে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত এলেও তা প্রত্যাখ্যান করে দিনভর আন্দোলন চালিয়ে গেছেন শিক্ষক-কর্মচারীরা। বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা দেন শিক্ষক-কর্মচারীরা। তবে শিক্ষা ভবনে পৌঁছার আগেই হাইকোর্টের মাজার গেটে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান।

ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

নতুন বাড়ি ভাড়া ভাতা ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, শিক্ষকরা যেন ফিরে যান এবং ক্লাস শুরু করেন– এই আবেদন তাদের কাছে রাখছি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশার কথা জানান উপদেষ্টা।

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, তাঁর দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।

 

সর্বাধিক পঠিত