রবিবার, 19 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে বিইউপির ছাত্রী ‘ধর্ষণ’, আটক মিঠু বিশ্বাস ২ দিনের রিমান্ডে


স্টাফ  রিপোর্টার :  সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠালে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।


মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মো. বাহাজ উদ্দিন এ তথ্য দিয়েছেন।


এর আগে শনিবার দিবাগত (১৯ অক্টোবর) রাত ১ টায় রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গ্রেপ্তার মিটু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।


এদিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আব্দুল ওয়াহাব।


আসামি পক্ষের আইনজীবী মো. ফরিদ উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
মিঠু বিশ্বাস সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে।


মামলার বিবরণীতে বলা হয়েছে, গেল ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছাত্রী সাভারে ছাত্র পড়িয়ে বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ।
পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।


কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুইজন।
‘ধর্ষণের’ বিষয়টি কাউকে জানালে ওই ছাত্রীকে ‘হত্যার হুমকি’ দেন সোহেল।


এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওকে আসামি করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত