রবিবার, 19 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


রবিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিরা হলো, পাবনা জেলার ভেড়া থানার সোনাবদ্ধা এলাকার টোকেন বেপারীর ছেলে মিলন (৪৮) ও বগুড়া জেলার মারিয়া কান্দি থানার জোড় গাদা এলাকার টুকু ফকিরের ছেলে রনি (১৮)।


ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কর্তৃপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত