রবিবার, 19 অক্টোবর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে ফ্যানে সঙ্গে তরুণীর ঝুলন্ত দেহ


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।


রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার হাজী ভিলায় জসীম উদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকলিমা কুমিল্লার বুড়িচং উপজেলার আড়াক আনন্দপুর গ্রামের ওয়াদুদ মিয়ার মেয়ে। তিনি ধামরাইয়ে মামার বাসায় থাকতেন এবং তাদের দুই বছর বয়সী সন্তানকে দেখাশোনা করতেন।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আকলিমা মামা-মামীর সঙ্গে বারবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় আসেন। রবিবার বিকালে মামা-মামী কারখানায় কাজে গেলে সন্ধ্যার পর বাড়ি ফিরে জানালা দিয়ে দেখেন, শিশুটি ঘুমাচ্ছে এবং আকলিমার পা ঝুলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে তারা ঘরে ঢোকেন এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। ঘটনার সময় ঘরের দরজা ও গেট দুটোই খোলা ছিল বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।


নিহতের মামা পলাশ হোসেন বলেন, আমার ভাগ্নিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বাড়ির কেয়ারটেকার তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছিল এবং বিভিন্ন অশালীন বার্তা পাঠাতো। সম্ভবত সেও এই হত্যার সঙ্গে জড়িত।


বাড়ির মালিক জসীম উদ্দিন বলেন, যে কেয়ারটেকারের কথা বলা হচ্ছে, সে পাঁচ দিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে।


ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বাধিক পঠিত