রবিবার, 19 অক্টোবর 2025
MENU
daily-fulki

দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক


স্টাফ রিপোর্টার :  শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। এসব বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) রবিবার বিকেল সাড়ে ৩টায় এ সভা শুরু হয়।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় জাতীয় প্রস্তুতিসংক্রান্ত এ সভা আয়োজন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।

 

সর্বাধিক পঠিত