রবিবার, 19 অক্টোবর 2025
MENU
daily-fulki

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ

 

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে পিকআপসহ প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ও ট্রাক নিয়মানুযায়ী সিজার তালিকা করে জেলা কাস্টমস কর্তৃপক্ষের বরাবরে জমা করা হয়েছে। জব্দকৃত বাকি মাল কাস্টমস অফিসে জমার কার্যক্রম চলছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল শুক্রবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়ে সন্দেহজনক একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশী করে মালিকবিহীন ও কোনো প্রকার বৈধ কাগজপত্র ও মালামালের চালান কপি ব্যতীত ট্রাকের ভিতরে অভিনব কায়দায় মাছের খাবারের বস্তা ও সারের বস্তায় আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।

এছাড়াও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার সাতছড়ি-চুনারুঘাট রোডে অভিযান চালিয়ে সন্দেহজনক স্থানে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা। চোরাচালান চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত