শনিবার, 18 অক্টোবর 2025
MENU
daily-fulki

গবি হেলথ ক্লাবের বিনামূল্যে রেবিস টিকাদান ও স্বাস্থ্য পরিক্ষা সম্পন্ন

 

গবি প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের (জিবিএসসি) উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবসের ‘পদক্ষেপ নিন: আপনি, আমি, আমরা সবাই’ প্রতিপাদ্যের আলোকে পোষাপ্রাণীর ফ্রি রেবিস টিকাদান ও স্বাস্থ্য পরিক্ষা কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোড়াপীর মাজার এলাকায় এ কর্মসূচি চলে।

দিনব্যাপী চলা কর্মসূচিতে ১০৫ টি বিড়াল ও ২৬ টি কুকুরকে রেবিসের টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদার করা হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন পেট প্রাক্টিশনার ও খামার পরামর্শক ডা. এ আর এম বেনী আমীন। পাশাপাশি সচেতনতামূলক হ্যান্ড বিল বিতরণ করা হয়।

নিজের পোষা বিড়াল কিংবা কুকুরকে নিয়ে সেবানিতে আসা সকলে বিনামূল্যে সেবা পেয়ে অনেক আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ বিড়ালকে ভ্যাক্সিন দিতে নিয়ে এসেছিলেন মাহবুব। কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এমন কার্যক্রম প্রশংসার দাবিদার। কারণ পোষাপ্রাণী মানুষেরই সংস্পর্শে থাকে, তাদের যত্ন আমাদের নিতে হবে। বর্তমানে অনেক মানুষ বিড়াল-কুকুর পালন করছে। ফলে এমন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকা প্রয়োজন।

ক্লাবটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়েশা রহমান অর্পা বলেন, ‘র‍েবিস মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজ আমাদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি। কেননা, র‍েবিস একটি বিষাক্ত ব্যাধি। কুকুর-বিড়াল থেকেই রেবিস মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। যদি প্রাণীদের নিরাপদ রাখা যায় তাহলে মানব সেবাও হয়ে যাবে এবং আমরা আমাদের সমাজকেও র‍েবিস থেকে দূরে রাখতে পারবো।’

ক্লাবটির সভাপতি ফারিয়া হক বর্ষা বলেন, ‘রেবিস প্রাণঘাতী হলেও সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। মানুষ, প্রাণী ও পরিবেশ — এই তিনের সমন্বয়ে একসাথে কাজ করলেই আমরা ‘জিরো রেবিস’ লক্ষ্য অর্জন করতে পারব। আমরা সকলে সচেতন থেকে আমাদের পোষা প্রাণী ও স্ট্রিট কুকুরদের টিকা দেওয়ার মাধ্যমে নিজেদের সমাজকে নিরাপদ রাখব এটিই আমাদের আহবান।’

প্রসঙ্গত, কর্মসূচিটির সার্বিক সহযোগিতায় ছিল হিউম্যান পাজ ইনিশিয়েটিভ, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর, ওয়ান হেলথ সচিবালয়, ওয়ান হেলথ বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ।

 

সর্বাধিক পঠিত