ধামরাই প্রতিনিধি : ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল মহল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে ইয়াসিন (৫) ও রাহিম নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তরু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে তাদের লাশ পাওয়া যায়।
নিহত ইয়াসিন সুমনের ছেলে এবং রাহিম আব্দুর শাকিলের ছেলে। তারা দুজনই ওই এলাকার তরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইয়াসিন ও রাহিম খেলতে বের হয়। বিকেল গড়ালেও তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে এলাকায় মাইকিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু দুজনের নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।
রাতের দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির খোলা সেপটি ট্যাংকের ভেতর তাদের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
এ বিষয়ে বাড়ির মালিক তরু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। ধামরাই থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।