শনিবার, 18 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভার থানা ছাত্রলীগ নেতা আরিফ ও যুবলীগ নেতা আলমগীর ২৪ লিটার মদসহ গ্রেফতার


স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার থানা শাখার সিনিয়র সহ-সভাপতি ৩টি মামলার আসামী চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী আরিফুল ইসলাম আরিফ ও ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাকুর্তা ইউনিয়নের মুশরী খোলা থেকে গ্রেফতারের পর তাদের দখল থেকে ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। 


জানাগেছে, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী আরিফুল ইসলাম আরিফ। তার বিরুদ্ধে হত্যাসহ ৩টি মামলা রয়েছে। তার বড় ভাই রাজু ছিলেন উপজেলা চেয়ারম্যানের পিএস। এলাকায় খুন খারাপি, জমি দখল, চাঁদাবাজীসহ নানা অপকর্মে যুক্ত ছিলেন রাজু ও আরিফ। জুলাই বিপ্লবের পর প্রেক্ষাপট পরিবর্তন হলে রাজু পালিয়ে কলকাতায় আশ্রয় নেয়। 


শুক্রবার রাতে ডিবি পুলিশের এসআই আবদুস সালাম গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করলেও বিষয়টি শনিবার দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের নিকট অস্বীকার করেন। পরবর্তীতে উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাগণ বিষয়টি জেনে গেলে ডিবি পুলিশ বিষয়টি স্বীকার করেন। 


ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং রবিবার (১৯ অক্টোবর) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

সর্বাধিক পঠিত