শনিবার, 18 অক্টোবর 2025
MENU
daily-fulki

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশের পথে

 

স্টাফ রিপোর্টার : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশের পথে
নিহত প্রবাসীরা
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে আসছে আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে। বিকেল ৪টায় (ওমান সময় দুপুর ২টায়) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাদের মরদেহ নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছে। রাত ৮টায় চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন।


সন্দ্বীপের সন্তান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আমাদের গর্বের সন্তানরা আজ ওমান সময় দুপুর ২টা ওমান ত্যাগ করেছে। তাদের স্বজনদের নিয়ে আমরা মরদেহ গ্রহণ করব চট্টগ্রাম বিমানবন্দরে।
তিনি আরো জানান, নিহত রেমিটেন্সযোদ্ধাদের মরদেহ রাতে কুমিরা ঘাটে রাখা হবে। সকালে শেষ বারের মতো সাগর পাড়ি দিয়ে তাদের সন্দ্বীপ নেওয়া হবে।


সেখানে একসঙ্গে সবার  জানাজা অনুষ্ঠিত হবে। তারপর দাফন করা হবে।
গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীসহ আটজন নিহত হন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন।



নিহত ব্যক্তিরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। অপরজন রাউজানের চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, সিদরা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের বড় গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

 

সর্বাধিক পঠিত