শনিবার, 18 অক্টোবর 2025
MENU
daily-fulki

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

 

স্টাফ রিপোর্টার : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি সমকালকে জানান, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও ৯টি ইউনিট রওনা দিয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও হতাহত কোনো খবর পাওয়া যায়নি।

 

সর্বাধিক পঠিত