রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

মেক্সিকোতে ঝড়ের তাণ্ডবে ৬৬ জনের মৃত্যু, ৭৫ জন নিখোঁজ

 

ফুলকি ডেস্ক : মেক্সিকোতে কয়েকদিনের তীব্র ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, সপ্তাহান্তের তীব্র বৃষ্টিপাত এবং বন্যার কারণে মধ্য মেক্সিকো এবং পূর্ব উপকূলরেখার পাঁচটি রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ৭৫ জন নিখোঁজ থাকার খবরও জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, উপসাগরীয় উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৩০ জন নিহত এবং ১৮ জনের এখনো নিখোঁজ রয়েছে।

মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি রেকর্ড করা হয়েছে। সেখানে ২১ জন মারা গেছেন এবং ৫০ জন নিখোঁজ রয়েছেন।

পুয়েবলা রাজ্যে ১৪ জন মারা গেছেন এবং সাত জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কুয়েরেতারো অঞ্চলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সান লুইস পোটোসি রাজ্যে কোনো মৃত্যু বা নিখোঁজ ব্যক্তির খবর পাওয়া যায়নি। তবে এ অঞ্চলে অবকাঠামো এবং ঘরবাড়ির উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া গেছে।

ফেডারেল সরকার ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর তথ্যমতে, কমপক্ষে ৩ হাজার ৭০১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি সংস্থা এবং বেসামরিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এর মধ্যে রয়েছে ১৯টি বিচ্ছিন্ন সম্প্রদায়।

এদিকে, সংকটের মধ্যে 'অপ্রত্যাশিত মহল' থেকে সমর্থন এসছে। মেক্সিকোর সবচেয়ে সহিংস এবং ব্যাপক মাদক পাচারকারী সংগঠনগুলোর মধ্যে একটি জালিস্কো নিউ জেনারেশন কার্টেলকে (সিজেএনজি) সাহায্য বিতরণ করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, কার্টেল সদস্যরা কৌশলগত পোশাক পরে এবং উচ্চ-ক্ষমতার অস্ত্র হাতে ত্রাণ বিতরণ করছেন।
 

সর্বাধিক পঠিত