বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

ট্রাম্পের হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি, গ্যালারিতে দুয়ো

ক্লাব বিশ্বকাপ ফাইনালে নাটকীয়তার কোনো কমতি ছিল না একটুও। একদিকে উল্লাসে মাতোয়ারা চেলসি, অন্যদিকে ট্রফি দিতে এসে চিৎকার ও দুয়োর মাঝে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে বিজয়ী চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন ট্রাম্প। মাঠে ঢোকার সময় থেকেই তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানান দর্শকরা। গ্যালারি থেকে ভেসে আসে দুয়ো। পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়ামে গানের ভলিউম বাড়িয়ে দেওয়া হয়।

জাতীয় সংগীত চলাকালীন ট্রাম্পকে জায়ান্ট স্ক্রিনে দেখা গেলে তখনও কিছু দর্শক দুয়ো দিতে থাকেন। ক্যামেরা দ্রুত অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। যদিও এসব প্রতিক্রিয়া ট্রাম্পের হাসিমুখে ট্রফি বিতরণ কিংবা খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের মাঝে কোনো প্রভাব ফেলেনি। চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি ‘গোল্ডেন বল’ বিজয়ী কোল পালমার ও রানার্সআপ পিএসজির খেলোয়াড়দের সম্মান জানান ট্রাম্প।

ট্রাম্প চান ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের বিশ্বকাপকে ‘গোল্ডেন এজ অব আমেরিকা’র প্রতীক হিসেবে উপস্থাপন করতে। ২০২৬ সালের ফাইনালও হবে এই একই স্টেডিয়ামে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঠিক সময়টাতে।

এছাড়া ট্রাম্পের ব্যক্তিগতভাবেও ফুটবলের প্রতি টান রয়েছে বলে জানান ফিফা সভাপতি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ট্রাম্পের ফুটবলের প্রতি রয়েছে ব্যক্তিগত আগ্রহ। তার ছেলে ব্যারন ফুটবলভক্ত, আর ট্রাম্প নিজেও এক সময় স্কুল ফুটবল খেলেছিলেন নিউ ইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত