বৃহস্পতিবার, 16 অক্টোবর 2025
MENU
daily-fulki

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

 

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে। এ পর্যন্ত ১৬ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এটি একটি তোয়ালে কারখানা। ২ টা ১০ মিনিটে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার  সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।

বিমান বাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন।

 

সর্বাধিক পঠিত