বৃহস্পতিবার, 16 অক্টোবর 2025
MENU
daily-fulki

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে : শিক্ষা সচিব

 

স্টাফ রিপোর্টার : কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল কার্যকর হবে, এবং তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের অন্যান্য বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে জানিয়েছেন, শিক্ষা সচিব রেহানা পারভীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এই প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, 'শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি।'


শিক্ষা সচিব আরও জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকা সত্ত্বেও তারা 'রাতদিন কাজ করে যাচ্ছেন' এবং 'যতটা করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।' তিনি আন্দোলনরত শিক্ষকদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, 'আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে।' তিনি শিক্ষকদের বাড়ি ভাড়া 'লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে উত্তোরণকে' একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন।

রেহানা পারভীন আশাবাদ ব্যক্ত করে বলেন, 'কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে।' তিনি এই প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করে বলেন, 'আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।

 

সর্বাধিক পঠিত