বৃহস্পতিবার, 16 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে যুবককে গুলি!


স্টাফ রিপোর্টার : সাভারে ফিরোজ (৩৫) নামে এক যুবককে অপহরণের পর গুলিবিদ্ধ করে ফেলে যায় অপহরণকারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আহত ফিরোজের ভাতিজা তপন।
এর আগে গত সোমবার রাতে সাভার পৌরসভার বেধেপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ফিরোজ (৩৫) হামেদ বেপারীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া শেরআলী মার্কেট এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।
ফিরোজের ভাতিজা তপন বলেন, ফিরোজ সোমবার রাতে বেধেপল্লী এলাকায় গেলে তাকে অপহরণ করে মিজান ও মাইকেল। পরে তারা ফিরোজের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে প্রথমে ৩২ হাজার টাকা নেয়। এর কিছুক্ষণ পর পুনরায় আরও ৩০ হাজার টাকা দাবি করে তারা। কিন্তু টাকা দিতে না পারায় রাত ১২টার দিকে অপহরণকারীরা ফিরোজকে বেধেপল্লী থেকে রেডিও কলোনী এলাকায় নিয়ে আসে। সেখানে তাকে প্রথমে বুকের নিচে গুলি করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা ফিরোজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে চিকিৎসকরা ফিরোজের শরীর থেকে গুলি বের করেছেন, তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, ঘটনার পর পুলিশ এনাম মেডিকেল হসপিটালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানার চেষ্টা করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সর্বাধিক পঠিত