বৃহস্পতিবার, 16 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৫


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়ার ভাদাইল এলাকার ইমন (২৩), একই এলাকার মোঃ রাহুল (২৩), মোঃ সাইরোয়ার (৩০) ও মোঃ সানোয়ার (৩৩) এবং ফরিদপুরের মোঃ বায়েজিদ (২২)।
সেনাবাহিনী জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের বাসায় তল্লাশি চালিয়ে ১৭টি দেশীয় অস্ত্র ২টি টেজার ও অপরাধমূলক তথ্যসমৃদ্ধ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাতে অস্ত্রসহ আটক পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত