বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

ক্লাব বিশ্বকাপ জিতে কত টাকা পেল চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। টুর্নামেন্ট জয়ের পর ফিফা আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেছেন ব্লুজ কোচ এনজো মারেস্কা। তার মতে, ভবিষ্যতে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে পারে ক্লাব বিশ্বকাপ।

কারণ ফিফার স্বল্প সময়ের এই টুর্নামেন্ট অর্থ আয়ের ভালো সুযোগ। চেলসি যেমন ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে ১২৪ মিলিয়ন ডলার আয় করেছে। টাকার হিসেবে যা প্রায় ১৫শ’ কোটি টাকা। রানার্স আপ পিএসজিও প্রায় কাছাকাছি অর্থ আয় করেছে। চেলসি চ্যাম্পিয়ন হওয়ায় ৭.৩ মিলিয়ন ডলার বেশি পেয়েছে।

চেলসি টুর্নামেন্টে অংশগ্রহণ ফি বাবদ ২৭.৯ মিলিয়ন ডলার উপার্জন করেছে। গ্রুপ পর্বের ম্যাচ খেলে ৪.৪ মিলিয়ন ডলার তাদের ব্যাংকে ঢুকেছে। শেষ ষোলোয় যাওয়ার জন্য ব্লুজরা পেয়েছে ৫.৫ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে উঠে ৯.৬ মিলিয়ন ডলার এবং সেমিফাইনালে জায়গা পাওয়ায় চেলসি ১৫.৩ মিলিয়ন ডলার উপার্জন করেছে। এছাড়া ফাইনালে ওঠায় তাদের ২১.৯ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে দেনায় জর্জরিত ব্রাজিলের ক্লাবগুলো লাভবান হয়েছে। সেমিফাইনাল খেলে ফ্লুমিনেন্স ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৬০৪ কোটি টাকা উপার্জন করেছে। পালমেইরাস উপার্জন করেছে ২৯.১ মিলিয়ন ডলার বা প্রায় ২৫৫ কোটি টাকা।

এবারের ক্লাব বিশ্বকাপের জন্য অর্থ পুরস্কার বাবদ ১ বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছিল ফিফা। অর্থ পুরস্কারের প্রায় অর্ধেক বা ৫২৫ মিলিয়ন ডলার টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বরাদ্দ করা হয়েছে। শেষ ষোলো থেকে ফাইনালে যাওয়া এবং চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত বাকি ৪৭৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। এর মধ্যে চেলসি সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে। সবচেয়ে কম ৩.৩ মিলিয়ন ডলার বা প্রায় ৪০ কোটি টাকা পেয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড। পাচুকা, ওয়েদাদসহ পাঁচটি ক্লাব অর্জন করেছে ৭.৭ মিলিয়ন ডলার। 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত