বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন ফিফার

নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। বিশ্বকাপের মতো করে এক মাসের টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রানার্স আপ হয়েছে পিএসজি। টুর্নামেন্টে আলো কেড়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স, পালমেইরাস ও সৌদি আরবের আল হিলালের মতো ক্লাব। 

টুর্নামেন্ট শেষে ফিফা সেরা একাদশ নির্বাচন করেছে। যাতে চ্যাম্পিয়ন চেলসি ও রানার্স আপ পিএসজির খেলোয়াড়ই বেশি সুযোগ পেয়েছেন। তবে ফ্লুমিনেন্স ও আল হিলালের ফুটবলারও আছেন সেরা একাদশে।

যেমন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তরুণ ফরোয়ার্ড হারকিউলিস। নক আউটের দুই ম্যাচে বদলি নেমে গোল করেছিলেন তিনি। রক্ষণে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সাবেক পিএসজি ও চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। তারা সেরা একাদশে আছেন। 

ফাইনালসহ পুরো টুর্নামেন্টে আলো কেড়েছেন চেলসির ইংলিশ মিডফিল্ডার কোলে পালমার। তিনি অনুমিতভাবেই আছেন সেরা একাদশে। সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আছেন। ভিতিনহার সঙ্গে সেরা একাদশে জায়গা পেয়েছেন পিএসজির আশরাফ হাকিমি ও ডিফেন্ডার মার্কুইনোস। গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আল হিলালের ইয়াসিন বুনোকে। 

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), মার্কুইনোস, থিয়াগো সিলভা (সেন্ট্রাল ডিফেন্ডার), আশরাফ হাকিমি, মার্ক কুকুরেয়া (ফুল ব্যাক), এনজো ফার্নান্দেজ, ভিতিনহা (মিডফিল্ডার), পেদ্রো নেতো, কোলে পালমার, হারকিউলিস, এরিক গার্সিয়া (ফরোয়ার্ড)।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত