ফুলকি ডেস্ক : ভারতের রাজস্থানে একটি চলন্ত বাসে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ৫৭ যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল। পথে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাসটি মঙ্গলবার বিকেল ৩টার দিকে জয়সলমির ছেড়ে যায়। ধোঁয়া বের হতে দেখে চালক রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। পরে দমকলবাহিনী ও পুলিশকে খবর দেয়া হয়।
আগুনে চারজন নারী ও দুই শিশুসহ ১৫ জন যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এদেরমধ্যে কয়েকজন ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে জয়সলমিরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে নেয়া হয়।
জেলা কালেক্টর নিশ্চিত করেছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং নিহতদের মধ্যে কয়েকজন এতোটাই দগ্ধ হয়েছেন যে, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশগুলো শনাক্ত করা হবে।
শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।