বুধবার, 15 অক্টোবর 2025
MENU
daily-fulki

কাস্টমস ও ভ্যাট বিভাগে নতুন ১২ দপ্তর

 

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ করে নতুন ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সৃজন করেছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) মঙ্গলবার এ বিষয়ে এক আদেশ জারি করেছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে এনবিআর।

এতে 'কর জাল বৃদ্ধির লক্ষ্যে' কাস্টমস ও ভ্যাট প্রশাসনে 'ব্যাপক সম্প্রসারণ' করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ দুটির বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষায়িত ইউনিটসমূহে জনবল বৃদ্ধি এবং নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষায়িত ইউনিটগুলোয় ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩ হাজার ২২৪ টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৫৯৭টি পদ নতুনভাবে সৃষ্টি হবে এ সম্প্রসারণের ফলে।

এনবিআর বলছে, কর জাল সম্প্রসারণ করে রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে 'জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জন', সেবার মান উন্নয়নের মাধ্যমে 'ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা' এবং সর্বোপরি পরোক্ষ 'কর ব্যাবস্থাকে অধিকতর গতিশীল' ও 'কার্যকর' করার লক্ষ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

এনবিআরের প্রস্তাবের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রয়োজনীয় সকল প্রশাসনিক অনুমোদন শেষে আইআরডি এ আদেশ জারি করে।


আদেশ অনুযায়ী ৩ পর্যায়ে ৫টি নতুন মূল্য সংযোজন কর কমিশনারেট, ৪টি নতুন কাস্টমস হাউস এবং ৩টি বিশেষায়িত দপ্তর সৃষ্টি করা হল।

নতুন এসব দপ্তর সৃষ্টি ছাড়াও এ আদেশের মাধ্যমে বিদ্যমান কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটসমূহের সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাস্টমস কার্যক্রম এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

এনবিআরে দাবি, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণের ফলে পরোক্ষ কর আহরণ কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে, কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে মর্মে সংস্থাটি আশা করছে।


গত ২৫ মে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে পদ সৃষ্টি ও দপ্তরের উঠে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নতুন কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেট অনুমোদন ও সৃষ্ট পদের অনুমোদন দেওয়া হয় বলে ৪ জুন সভার কার্যবিবরণী জারি করা হয়।

এতে বলা হয়, চলতি বছরের ১৯ জানুয়ারি আইআরডির সচিব এনবিআরের অধীনে শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের অনুকূলে প্রথম পর্যায়ে ৩ হাজার ৬৬টি, দ্বিতীয় পর্যায়ে ২৩৮টি ও তৃতীয় পর্যায়ে ২৯৩টি পদসহ মোট ৩ হাজার ৫৯৭টি পদ (ক্যাডার পদ ৩৭৩ স্থায়ী ও অন্যান্য ৩২২৪টি অস্থায়ী পদ) রাজস্ব খাতে সৃষ্টির প্রস্তাব করেন।

এতে এনবিআরের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের সংস্কার, পুর্নগঠন ও সম্প্রসারণের লক্ষ্যে রাজস্ব খাতে ১৬ হাজার ১৬৯টি পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতে ৬ হাজার ১৯৬টি পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ৩ হাজার ৫৯৭টি পদ সৃজনে সম্মতি দিয়েছে।

 

সর্বাধিক পঠিত