বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার : তিনদিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।

সফরকালে অধ্যাপক ইউনূস সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)- ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

ওই দিনই তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি, জিবুতির প্রধানমন্ত্রী, এফএও মহাপরিচালক কু দংইউ এবং ব্রাজিলের কৃষিবিদ ও লেখক হোসে গ্রাজিয়ানো দা সিলভার সঙ্গে পৃথক বৈঠক করেন।

সোমবার এফএও সদর দপ্তরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে সংস্থার মহাপরিচালক কু দংইউ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি প্রেসিডেন্ট লুলা ও কু দংইউুএর সঙ্গে ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে গঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স’-এর নতুন কার্যালয় উদ্বোধন করেন।

মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাও রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিনই ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারাও রোমের হোটেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রোববার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাড) প্রেসিডেন্ট আলভারো লারিও রোমে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে গত রোববার ইতালির রাজধানী রোমে পৌঁছান।
 

সর্বাধিক পঠিত