মঙ্গলবার, 14 অক্টোবর 2025
MENU
daily-fulki

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : ​৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা ক্যাডার) প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী অংশ নিয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বিসিএসটিতে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) পিএসসি সূত্রে এসব তথ্য জানা যায়।

​পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, লিখিত পরীক্ষার ফল এই সপ্তাহেই অথবা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এছাড়া, আগামী ২৬ অক্টোবর থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

​উল্লেখ্য, গত ২১ জুলাই ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এটি সাধারণ শিক্ষা ক্যাডারের একটি বিশেষ বিসিএস। এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গত ১০ অক্টোবর এই বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এর আগে সরকারি কলেজগুলোর শূন্যপদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম—এই ৩টি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

 

সর্বাধিক পঠিত