স্টাফ রিপোর্টার : সাভারে ডিবি পুলিশ পরিচয়ে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিভিন্ন সময়ে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের ২৫ লক্ষ টাকা হেমায়েতপুরের একটি ব্যাংক থেকে উত্তোলন করে। পরে রাজধানীতে যাওয়ার পথে ঐদিন দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় (ভাঙ্গা ব্রীজ) ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল দুস্কৃতকারী। পরে এঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরঅংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ডিবি’র দাবি, সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ ছিনতাইকারীকে আটক করা হয়। তবে ডিবি পুলিশের একটি সূত্র জানায়, এ আটক শনিবার থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে তাদের ৯ জনকে আটক করে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এসময় আটককৃতদের কাছ থেকে, ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক ৯ ব্যক্তিরা ছিনতাই, ডাকাত, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, পাবনা জেলার চাটমহর থানার নবীন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২), শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া (৬৫), পটুয়াখালী জেলার মির্জাপুর থানার গাবুয়া এলাকার নুর ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার মৃত ময়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ভাটপাড়া এলাকার মোঃ হারুন শিকদারের ছেলে মামুন আহম্মেদ মিন্টু(৫২), মাগুরা সদর উপজেলার বাটাজোর এলাকার ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২৭), সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গুরুগ্রাম এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিন বড় মাচুয়া এলাকার হোসেন আলীর ছেলে শাহাদাত (৬০) এবং শরীয়তপুর জেলার সখিপুর থানার কানুন গো সাহেবের কান্দি এলাকার মৃত নুরুর হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৭)।
ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর আশুলিয়া মডেল থানার ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তুপের সামনে থেকে দিনদুপুরে প্রায় ২৫ লাখ টাকার ডাকাতির ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যাণ্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে হত্যা’সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদের মধ্যে শহিদুল হচ্ছে ডাকাত সরদার। তার নামে ডজন মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। এ ছাড়া আটককৃতদের নামে ডাকাতি হত্যা, ছিনতাই, খুনসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান।
আসামীদের মঙ্গলবার (১৩ অক্টোবর) ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া আরো ২০ লক্ষ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।