মঙ্গলবার, 14 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে ৭ মামলার আসামি আবারও চোলাই মদসহ গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে অন্তত ৭ মামলার আসামি স্বপন ওরফে মগা স্বপন (৬০) কে চোলাই মদসহ গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমাবর বিকেল সোয়া ৫ টারদিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চর তুলাতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার স্বপন ওরফে মগা স্বপন (৬০) চর তুলাতুলি এলাকার মৃত নয়া মিয়ার ছেলে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।


ডিবি পুলিশ জানায়, সোমাবর বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চর তুলাতলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বপন কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ৬টি মাদক মামলাসহ অন্তত ৭টি মামলা রয়েছে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
 

সর্বাধিক পঠিত