বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী বি সরোজা দেবী

ভারতের ২০০ শতাধিক সিনেমার অভিনেত্রী বি সরোজা দেবী মারা গেছেন।  সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

 

অভিনেত্রী মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনেত্রী খুশবু সুন্দর।  সামাজিকমাধ্যমে একটি পোস্টে সরোজা দেবীর মৃত্যুর খবর জানিয়ে তিনি।  খবর এনডিটিভির।

সরোজা দেবী মাত্র ১৭ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন। ১৯৫৫ সালের কন্নড় ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়ে বড় পর্দায় অভিষেক। এরপর এম জি রামচন্দ্রনের সঙ্গে ‘নাডোডি মান্নান’ (১৯৫৮) ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান। তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি— চার ভাষাতেই অভিনয় করেছেন ২০০-র বেশি ছবিতে।

১৯৫৫ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা ১৬১টি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে গড়েছেন বিরল রেকর্ড। শিবাজি গণেশন, এনটি রামা রাও, রাজকুমার থেকে জেমিনি গণেশন— প্রথম সারির নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি। এম জি রামচন্দ্রনের সঙ্গে তার ২৬টি হিট ছবি রয়েছে।

 

বলিউডেও দাপট দেখিয়েছেন সরোজা দেবী।  ‘পয়গাম’, ‘সসুরাল’, ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবিগুলোয় রেখেছেন ছাপ।

অভিনয়ে অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী (১৯৬৯), পদ্মভূষণ (১৯৯২), ‘কালাই মামানি’, সম্মানসূচক ডক্টরেটসহ অসংখ্য স্বীকৃতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত