বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

ফরিদা পারভীনকে কেবিনে স্থানান্তর

লালনগীতির শিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন তিনি। একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ৯ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি হওয়ায়’, তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সকালে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফরিদা পারভীন এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

স্বাস্থ্য সচিবের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড ফরিদা শারীরিক অবস্থা দেখে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এ বোর্ডে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন। স্বাস্থ্যসচিবের প্রতিনিধিও আছেন।

হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে অতিরিক্ত দর্শনার্থীর ভিড় যেন না হয়, সে ব্যাপার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে লেখেন, ‘আম্মাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও আগের মতই হয়ে যাবে। সবাইকে আবারও অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।’

ফরিদা কেবল কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত