মঙ্গলবার, 14 অক্টোবর 2025
MENU
daily-fulki

রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ৫ মে; ’শাপলা গণহত্যা দিবস’ ঘোষণার দাবি

 

স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় অনুভূতি সুরক্ষায় কঠোর আইন প্রণয়নসহ হেফাজতে ইসলাম বাংলাদেশ যে তিন দফা দাবি পেশ করেছে, তার মধ্যে সবচেয়ে সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দাবিটি হলো—রাষ্ট্রীয়ভাবে ৫ মে তারিখকে ‘শাপলা গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা।

সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান-এর উপস্থিতিতে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এই দাবিটি পুনর্বার জোরালোভাবে উত্থাপন করা হয়।

'শাপলা গণহত্যা দিবস' ঘোষণার দাবিটি মূলত ২০১৩ সালের এক রক্তক্ষয়ী ও বিতর্কিত ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য হেফাজতে ইসলামের দীর্ঘদিনের প্রত্যাশা।

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ইসলামবিদ্বেষী ব্লগারদের বিচারসহ ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল। মধ্যরাতে পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

হেফাজতে ইসলাম এই অভিযানকে ‘শাপলা গণহত্যা’ হিসেবে অভিহিত করে আসছে। তাদের অভিযোগ, সরকারি বাহিনীর অভিযানে বহু আলেম-কর্মী নিহত হন। যদিও ওই সময় সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা কম বলে দাবি করা হয়েছিল, কিন্তু বেসরকারি সংস্থা ও হেফাজতের পক্ষ থেকে ব্যাপক প্রাণহানির অভিযোগ তোলা হয়েছিল।

'গণহত্যা দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিটির মাধ্যমে হেফাজতে ইসলাম মূলত তাদের অতীত আন্দোলন ও কর্মীদের ওপর পরিচালিত সহিংসতাকে জাতীয় স্মৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই দাবির মূল লক্ষ্যগুলো হলো:

১.  ঐতিহাসিক স্বীকৃতি: ওই রাতের ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও ক্ষয়ক্ষতিকে আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া।
২.  জবাবদিহিতা: এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করা।

প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের মতো কাঠামোগত সংস্কারের দাবির পাশাপাশি ৫ মের রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়ার এই দাবি প্রমাণ করে যে, হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক এজেন্ডা কেবল নতুন নীতি প্রতিষ্ঠা নয়, বরং অতীতের রাজনৈতিক আঘাতের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করা। এটি তাদের রাজনৈতিক শক্তি এবং আদর্শিক অবস্থানকে পুনর্বার প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

সর্বাধিক পঠিত