স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস ও ডিপ্লোম্যাটিক জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াতের সদস্যসহ নিয়মিত পুলিশের সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা বাড়ানো হয়।
গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মার্কিন দূতাবাসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যা মাঝে মধ্যেই করা হয়। এটা নিয়মিত ডিউটির অংশ।
পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, মাঝেমধ্যে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাসের অনুরোধে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।