সোমবার, 13 অক্টোবর 2025
MENU
daily-fulki

গকসুতে বিজয়ী চার ভেটেরিনারি শিক্ষার্থীর সংবর্ধনা

 

গবি প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে বিজয়ী ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অনুষদের শিক্ষার্থী কল্যাণ তহবিল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে অনুষদের বি-২০৪ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন– সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস জিন্নাহ এবং অনুষদ প্রতিনিধি মো. হুমায়ুন কবির।

ছাত্র সংসদকে আস্থার প্রতীক আখ্যা দিয়ে অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহিদুজ্জামান সিয়াম বলেন,“এতদিন বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যেতে হয়েছে, মাঝেমধ্যে আন্দোলন গড়ে তুলতে হয়েছে।আমরা আর সেটি করতে চাই না। আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের দাবিগুলো কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে আনবে এবং শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিবে এটিই প্রত্যাশা।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রায়হান খান বলেন, “আমাদের সবকিছুর আগে পড়াশোনা ঠিক রাখা উচিত, কারণ শিক্ষাই আমাদের আসল শক্তি। আমরা যদি জ্ঞান, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যায় তাহলে সকলে মিলে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো এবং গকসু শুধুমাত্র নেতৃত্বের জায়গা নয়, পরিবর্তনের প্ল্যাটফর্ম হবে।”

গকসুর নবনির্বাচিত চার সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ও ছাত্র সংসদের সাফল্য কামনা করে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, “কোনো প্রতিনিধি যেন কারো দ্বারা প্রভাবিত হবা না। তোমাদের যেটা ভালো মনে হবে বা গ্রহনযোগ্য মনে হবে তাই করবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা আমাদের সবচেয়ে বড় শক্তি। সুতরাং আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ পড়াশোনায় মনোযোগী হওয়া।

এসময় অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ অনুষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃতি ও নাটক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সর্বাধিক পঠিত