সোমবার, 13 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে সমাবেশ


স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সোমবার এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টসের লিমিটেডের পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। সকালে সাভারের উলাইল এলাকায় ভোক্তভোগী শ্রমিকরা কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন।


এ সময় শ্রমিকরা বলেন, কারখানা দুটির রিজাইনকৃত শ্রমিকদের বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা গত মাসের ২১ তারিখ পরিশোধের কথা থাকলেও মালিক পক্ষ চুক্ত ভঙ্গ করে করেছে। তারা বলেন, কিছু শ্রমিকের টাকা দিলেও অধিকাংশের টাকা এখনও পরিশোধ করা হয়নি। 


তারা এ সময় আরো বলেন, মঙ্গলবার টাকা পরিশোধ না করলে ১৫ অক্টোবর বুধবার মালিকের বাসার সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন শ্রমিদের ঘামঝরানো ন্যায্য পাওনাদি দ্রুত সময়ের মধ্যে পরিশোধের জোরদাবী করেন।

 

সর্বাধিক পঠিত