রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

 

ফুলকি ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইতালির রোমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমুর সামনে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশে ইতালির পুলিশের গাড়িও দেখা গেছে।

ইতালি আওয়ামী লীগের রেজিয়নে মার্কে আনকোনা শাখার ইস্রাফিল মল্লিক ও নাছির উদ্দীন খানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ করছেন।


নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।


পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

 

সর্বাধিক পঠিত