ঝিনাইদহ সংবাদদাতা : আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা। স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা এ কর্মসূচি আয়োজন করে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান এবং ডাকবাংলো পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান।