মঙ্গলবার, 15 জুলাই 2025
MENU
daily-fulki

নাটোরে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার  : শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 

 

সোমবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ  ইসলাম সৃজন ও সাংগঠনিক সম্পাদক চমক হাসান প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, দেশকে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে। দেশে মব সৃষ্টি করছে। এদের প্রতিহত করতে হবে। শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে তারা কটূক্তি করছে, তাদের বিচার করতে হবে।


News Writer

SB

সর্বাধিক পঠিত