সোমবার, 13 অক্টোবর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ৩টি মামলায় আসামী যুবলীগ নেতা গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকালে ছাত্র হত্যার ঘটনায় ৩টি মামলার আসামী যুবলীগ নেতা সাইদুল মোল্ল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 


আশুলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য মাহবুব উল্লাহ সরকার বলেন, সকালে টঙ্গাবাড়ি এলাকা থেকে ছাত্র জনতা হত্যার তিনটি মামলার আসামী সাইদুল মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তাকে আদালতে প্রেরণ করা হয়। বিগত ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত সাইদুল মোল্ল্যা টঙ্গাবাড়ি এলাকার সিরাজ মাষ্টারের ছেলে।

 

সর্বাধিক পঠিত