বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

২০% বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে শিক্ষকরা, সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম

 

স্টাফ রিপোর্টার : মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীর প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচি থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা।

আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এদিকে বিষয়টি নিয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছেন শিক্ষকদের একটি প্রতিনিধিদল।


সকাল ১১টা ২০ মিনিটে তারা আলোচনায় বসেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, দাবি মানা না হলে মঙ্গলবার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।

আন্দোলনরত শিক্ষকেরা জানান, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসবভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন তারা।


কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে বাড়িভাড়া ভাতা পাবেন।  
 

সর্বাধিক পঠিত