বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার


স্টাফ রিপোর্টার : সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অজ্ঞাত কেউ ওই নারীকে গলায় ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করতে পারে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে। তবে, তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এছাড়া নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

এর আগে ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

সর্বাধিক পঠিত