বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির ম্যানেজার রাব্বানী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন ভাড়াটিয়া।
শনিবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় রহমতুল্লাহর মালিকানাধীন একটি টিনশেড বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।


নিহত রাব্বানী বাড়িটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। আহতরা হলেন রোহান (৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই বাড়িটির ভাড়াটিয়া। 


এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী জানান, রাত ৩টার দিকে সেপটিক ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলেই বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হন। আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিক সেপটিক ট্যাংকের উপর ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেখানে ম্যানেজারসহ কয়েকজন ভাড়াটিয়া বসবাস করতেন। সেপটিক ট্যাংকে গ্যাস জমে বের হতে না পারায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের উপর নির্মিত দুটি কক্ষ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার রাব্বানী নিহত হন এবং অপর পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

 

সর্বাধিক পঠিত